বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি, যিনি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন, এবার বিতর্কে জড়ালেন এক মিউজিক ভিডিওকে কেন্দ্র করে।
ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রাজনৈতিক স্লোগান ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ (মোদি আছেন, তাই সম্ভব) ব্যবহৃত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
ভিডিও প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিক্রান্তের কাজের প্রশংসা করলেও অনেকেই অভিযোগ তুলেছেন— রাজনৈতিক স্লোগানভিত্তিক কনটেন্টে অংশ নিয়ে তিনি নিরপেক্ষতার সীমা অতিক্রম করেছেন। সামাজিক মাধ্যমে একাংশ এই ভিডিওটিকে ‘চাটুকারিতা’ বলেও আখ্যা দেন।
ফলাফল, বিক্রান্তকে নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় নানা ব্যঙ্গ-রসিকতা।
এদিকে, এক ব্যঙ্গাত্মক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে অনলাইনে। সেখানে ‘টুয়েলভথ ফেল’ ছবির বিক্রান্তের একটি সংলাপ জুড়ে দেয়া হয়েছে নতুন ভিডিওটির সঙ্গে। সংলাপটি ছিল, “গরিবেরা যদি অশিক্ষিত হয়ে থেকে যান, তা হলেই তো তারা ভেড়া-ছাগলের মতো নেতাদের ইশারায় চলবেন। এই মানুষগুলোই ভোটব্যাঙ্ক, ধর্ম-জাতের কথা বলে যাদের থেকে ভোট তোলা যায়।”
এর সঙ্গে যুক্ত করা হয়েছে তার নতুন ভিডিওর সংলাপ ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। অর্থাৎ দুই প্রেক্ষাপট একত্রে এনে নির্মিত সেই ব্যঙ্গাত্মক ভিডিওটি বর্তমানে ভাইরাল।
নেটিজেনদের মতে, পর্দায় বিক্রান্ত এক রকম কথা বলেন, বাস্তবে আচরণ করেন ভিন্নভাবে।
এই ব্যঙ্গাত্মক ভিডিওটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর, যিনি রাজনৈতিকভাবে মোদি-বিরোধী অবস্থানের জন্য আগে থেকেই পরিচিত। ভিডিওটি শেয়ার করে তিনি বিক্রান্তকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন, যা নতুন করে বিতর্ককে উসকে দেয়।
বিডি প্রতিদিন/আশিক