অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলকে ৩-১ গোলে হারিয়েছে মরক্কো। চিলির রানকাগুয়ায় অনুষ্ঠিত আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রের একের পর এক আক্রমণ পরাস্ত হয় মরক্কোর জমাটবদ্ধ রক্ষণের কাছে। ডিফেন্স সামলে গোলের সুযোগের যথাযথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে চমকে দেয় আফ্রিকার দেশটি।
সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ আরেক কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও নরওয়ের মধ্যে বিজয়ী দল। আর শেষ চারের আরেক লড়াইয়ে দেখা যাবে দুই ল্যাটিন আমেরিকার লড়াই। আগামী বৃহস্পতিবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
পুরো ম্যাচে দাপট ছিল যুক্তরাষ্ট্রের। ৭৩ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে। বিপরীতে ৭টি শট নেওয়া মরক্কোর গোলমুখে শট ছিল সমান তিনটি। শুরুতে অবশ্য এগিয়ে যায় মোহাম্মাদ ওয়াহবির মরক্কোই। ৩১তম মিনিটে ফুয়াদ জাহুয়ানি কাছ থেকে জোরালো শটে বল জালে জড়ান।
বিরতির ঠিক আগে সমতায় ফিরে যুক্তরাষ্ট্র। পেনাল্টি থেকে ব্যবধান ১-১ করেন কোল ক্যাম্পবেল। দ্বিতীয়ার্ধের চিত্রও ছিল অনেকটা প্রথমার্ধের মতোই। বল দখল রেখে আক্রমণ করে যায় যুক্তরাষ্ট্র, কিন্তু গোলের সামনে কার্যকর ছিল না তারা।
৬৭ মিনিটে আসে ম্যাচের মোড় ঘুরে যায় আত্মঘাতি এক গোলে। ইয়াসির জাবিরির একটি শট মার্কিন ডিফেন্ডার জোশুয়া উইন্ডার-এর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালেই ঢুকে যায়। আত্মঘাতী গোল! মরক্কো ফের এগিয়ে যায়।
৮৭তম মিনিটে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় মরক্কো। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার হ্যাবরুনে ও গোলরক্ষক অ্যাডাম বোড্রির মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে ইলিয়াস বুমাসসাউদি বল বাড়ান গেসসিম ইয়াসিনকে। ১৯ বছর বয়সী ফরোয়ার্ড শান্তভাবে বল জালে পাঠিয়ে স্কোরলাইন করেন ৩-১।
বিডি প্রতিদিন/নাজিম