বসুন্ধরা শুভসংঘ নওগাঁ জেলা কমিটির পর্যালোচনা ও আগামী দিনের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলা শুভসংঘের সক্রিয় বন্ধুরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি (চলতি দায়িত্ব) এ্যাডভোকেট সরদার সালাউদ্দীন মিন্টু। সভায় এডিস মশা নিধন, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, বৃক্ষরোপণ, শিশুদের নিরাপত্তা এবং সমাজ সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে নতুন জেলা কমিটি গঠন নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন— মোসাদ্দেক হোসেন, শাহীদা বেগম, সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু, মোল্লা রুহুল আমিন, জাহিদ রাববানী রশিদ, আজাদ হোসেন মুরাদ, এ্যাডভোকেট মো. আব্দুর রশিদ সরকার, মিজানুর রহমান, অপূর্ব কৃষ্ণ সরকার, মো. মোরশেদ আলম, মো. বাদল, মো. সাজেদুর রহমান মিলন, মো. ইকবাল হোসেন লাইফ, দেওয়ান শাহানা পারভিন, সাভিয়া নাজনীন নীলা, শাহীনা আখতার ইরিন, মাহবুবা, সামিনা সুলতানা লাকী, রাবেয়া খাতুন বেলী, এ্যাডভোকেট দেওয়ান জেসমিন চন্দ্রময়ী স্বপ্ন, রিনা পারভিন পপি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সমাজ উন্নয়ন ও মানবিক সহায়তার একটি অনন্য প্ল্যাটফর্ম। দেশের দুর্যোগময় মুহূর্তে ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি ইতোমধ্যেই মানবসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে।
বক্তারা আশা প্রকাশ করেন, নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতেও বসুন্ধরা গ্রুপ যেন অন্যান্য জেলার মতোই অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ, শিক্ষা সহায়তা ও মানবিক সহযোগিতা কার্যক্রম সম্প্রসারিত করে।
বসুন্ধরা শুভসংঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে সভায় উপস্থিত শুভসংঘের সদস্যরা স্থানীয়ভাবে সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন। এসময় বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া