রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলটির ১৬৭ নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদার, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মনজু, ঢাকা দক্ষিণের ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ। আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। গতকাল আদালত প্রতিবেদন গ্রহণ করে অভিযোগের দায় থেকে অব্যাহতির আদেশ দেন।