বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ফারিয়া ইয়াসমিন হবেন বাটার ইতিহাসে প্রথম নারী এবং প্রথম বাংলাদেশি নাগরিক, যিনি বহুজাতিক এই জুতাপণ্য কোম্পানির বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফারিয়া ইয়াসমিন বাটা শু কোম্পানি বাংলাদেশের বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেবব্রত মুখার্জি আগামী ২০ নভেম্বর বাটা শু বাংলাদেশের এমডির দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির এমডি হিসেবে যোগ দেবেন। আর বাটাতে তার স্থলাভিষিক্ত হবেন ফারিয়া ইয়াসমিন।
এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বাটা শু সোমবার তাদের শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের কথা বিনিয়োগকারীদের জানিয়েছে। পরে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফারিয়া ইয়াসমিনের বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। বাটা শুর এমডি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআইয়ের প্রধান ব্যবসায় কর্মকর্তা বা চিফ বিজনেস অফিসার (সিবিও)। এ ছাড়া তিনি বহুজাতিক কোম্পানি রেকিট বেনকাইজার, ম্যারিকো ও নেসলের উচ্চপদে কাজ করেছেন।