বাংলাদেশের টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি ইলেকট্রনিকস খাতের প্রতিষ্ঠান সুমাস টেক লিমিটেডের সঙ্গে কৌশলগত পার্টনারশিপ করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের আধুনিক এবং ভবিষ্যৎ-উপযোগী পণ্যগুলো এখন সুমাস টেকের আউটলেটগুলোতে সহজলভ্য হবে।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পার্টনারশিপের আওতায়, গ্রামীণফোনের স্মার্ট আইওটি সল্যুশন যেমন সিসি ক্যামেরা, ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) এবং টেলিকম পণ্য যেমন পকেট রাউটার, সিম কার্ড ও ডেটা প্যাকসহ অন্যান্য সেবা দেশের ১৫টি সুমাস টেক স্টোর থেকে পাওয়া যাবে। এতে করে গ্রাহকরা দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আধুনিক ডিজিটাল ও কানেক্টিভিটি সল্যুশন গ্রহণ করতে পারবেন।
এছাড়াও, নির্বাচিত ১০টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পণ্য ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ ৫,০০০ টাকা মূল্যের সুমাস টেকের এক্সক্লুসিভ ভাউচার পাবেন, যা সুমাস টেকের নির্ধারিত আউটলেটে ব্যবহার করা যাবে।
স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন নাফিস আনোয়ার চৌধুরী, হেড অফ কাস্টমার সার্ভিস আবদুল্লাহ আল মাহমুদ, হেড অফ ডিস্ট্রিবিউশন এসকে ইফতেখার আহমেদ এবং সুমাস টেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস ও হেড অফ মার্কেটিং রাসেদুল আলম রাফি খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা