তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় হইচই পড়ে যায় গোটা দেশে। এই ঘটনার পর নিহতদের পরিজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শীঘ্রই করুরে গিয়ে তাদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা। এছাড়াও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু থামছে না অশান্তি। এবার বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে বলে এল হুমকি ফোন।
রাত তিনটার দিকে একটি ‘ভয়েস মেল’ আসে বিজয়ের কাছে। সেখানে জানানো হয়, অভিনেতার চেন্নাইয়ের বাড়িতে নাকি বোমা আছে। তড়িঘড়ি পুলিশকে খবর দিলে ‘বম্ব স্কোয়াড’ অভিনেতার বাড়িতে আসে। তন্নতন্ন করে বাড়ির তল্লাশি চালানো হয়। যদিও কিছুই পাওয়া যায়নি অভিনেতার বাড়ি থেকে। প্রথমে বাড়ির বাইরে তল্লাশি চালানো হয়। পরে অভিনেতার বাড়ির অন্দরেও তল্লাশি চালায় পুলিশ।
গত ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকের সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে ৪১ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হন। সে রাজ্যের পুলিশ সূত্রে খবর, মাত্র ১০ হাজার মানুষ ধরতে এমন স্থানে প্রায় ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাও ঠিকমতো মানা হয়নি। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন বিজয়। এই দুর্ঘটনার জন্য তিনি যে অত্যন্ত ব্যথিত, সে কথাও জানিয়েছেন। বিজয় বলেন, অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের পাশে আছি, থাকব।
বিডি প্রতিদিন/নাজমুল