চট্টগ্রাম নগরীর ফৌজদারহাট টোল রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ। বুধবার রাতে চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার মো. সোহান (২৭)। অনিক সদ্য স্নাতক সম্পন্ন করেছেন।
হালিশহর থানার ওসি জাকির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, টোল রোডে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো সড়কবাতি নেই। ফলে রাতের বেলায় এলাকায় ঘন অন্ধকার নেমে আসে। তারা অভিযোগ করেন, এমন অবস্থায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে না থাকলে বিপদের ঝুঁকি অনেক বেড়ে যায়। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি ছিল অত্যন্ত বেশি, যার ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়।
বিডি প্রতিদিন/এএম