জনগণের জন্য ডাক-‘স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত হয়েছে বৃহস্পতিবার। এ উপলক্ষে সকালে নীলফামারী প্রধান ডাকঘরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নীলফামারী প্রধান ডাকঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান ডাকঘরের হেড পোস্টমাস্টার মো. শামসুজ্জোহা। প্রধান অতিথি হিসেবে জেলা সঞ্চয় কার্যালয়ের সহকারী পরিচালক একরামুল হক ও বিশেষ অতিথি হিসেবে জেলা কার্যালয়ের সঞ্চয় কর্মকর্তা শাহিদ হাসান বক্তব্য দেন।
সহকারী পোস্টমাস্টার লেবু চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় পোস্ট অফিস পরিদর্শক ফজলুল হক, শহর পরিদর্শক নির্মল রায় বক্তব্য দেন।
এরআগে চৌরঙ্গি মোড়স্থ প্রধান ডাকঘর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএম