অনলাইন জুয়ায় আসক্ত একমাত্র ছেলে পিতা-মাতাকে হত্যা করে খাটের নিচে পুঁতে রেখেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে। বুধবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অনলাইন জুয়ায় আসক্ত ছেলে বুধবার সকাল ১১টার দিকে নিজ ঘরে প্রথমে মা বানোয়ারা বেগম (৬০)-কে শ্বাসরোধে হত্যা করে ঘরে পুঁতে রাখে। পরে রাতে বাবা মোহাম্মদ আলীকে (৭০) হত্যা করে একই ঘরে মাটিচাপা দেয়।
বৃহস্পতিবার সকালে নিহতের মেয়ে মোছা. জরিনা বেগম ভাইকে (হত্যাকারী) ফোন দিয়ে মাতা-পিতার খোঁজ-খবর নিতে চান এবং তাদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু ভাইয়ের কথাবার্তা অসংলগ্ন হলে তিনি বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়িতে আসেন।
বাড়িতে এসে ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো দেখে সন্দেহের সৃষ্টি হয়। পরে ঘরে থাকা ট্রাংকের নিচে রক্ত ও বালুমাখা জিনিস দেখে সন্দেহ আরও গভীর হয়। একপর্যায়ে ট্রাংকের নিচে থাকা বালু সরালে মা-বাবার হাত দেখা যায়। এ সময় জরিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘাতক রিয়াদ হোসেন রাজুকে (৩০) আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে।
সন্তানের হাতে পিতা-মাতা হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পিতা মোহাম্মদ আলী ও মাতা বানোয়ারা বেগমের মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু হয়নি।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল