প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে খেলা চলছিল অতিরিক্ত সময়ে। রেফারি যখন বিরতির বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে রক্ষণের এক ভুলের কারণে গোল খেয়ে বসে বাংলাদেশ।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে একটি বল বিপদমুক্ত করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিক দলের খেলোয়াড়রা। উল্টো হেড করে বল তুলে দেন হংকংয়ের এক ফুটবলারের পায়ে, যিনি সামান্য টোকায় বলটি জালে জড়িয়ে দেন। এই গোলের ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
এর আগে, ম্যাচের মাত্র ১৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বক্সের বাইরে থেকে তিনি সরাসরি গোলবারে কোণাকুণি ফ্রি-কিক নেন। যা হংকংয়ের এক ফুটবলারের মাথা ছুঁয়ে তাদের জালে জড়ায়।
বিডি প্রতিদিন/আরাফাত