চোটের কারণে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে খেলা হচ্ছে না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের। লিগের সর্বশেষ ম্যাচে পায়ে আঘাত পান বায়ার্ন মিউনিখের এই তারকা ফরোয়ার্ড। চোটের মাত্রা এমনই যে, বর্তমানে বল কিক করতেও পারছেন না তিনি।
ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কেইনের অবস্থা ভালো নয় এবং এখনই তাকে মাঠে নামানোর কোনো ঝুঁকি নেওয়া হবে না।
তিনি বলেন, হ্যারি খেলবে না। শেষ ম্যাচে সে চোট পেয়েছে। ব্যথা এতটাই বেশি ছিল যে সে বল কিকও করতে পারছিল না। আমরা ঝুঁকি নিতে চাইনি। ওকে বিশ্রামে রাখা হয়েছে যেন দ্রুত সেরে উঠতে পারে।'
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন কেইন। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে এখন পর্যন্ত ১১টি গোল করেছেন তিনি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। তার দল বায়ার্নও বর্তমানে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে।
চোটের কারণে ইংল্যান্ডের হয়ে ওয়েলসের বিপক্ষে বৃহস্পতিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে মাঠে নামতে পারবেন না কেইন। সেই সঙ্গে ১৪ অক্টোবর লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাবে না থ্রি লায়নস।
বিডি প্রতিদিন/মুসা