একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার মুখ খুললেন শুভমান গিল। সম্প্রতি রোহিত শর্মার কাছ থেকে ওডিআইর নেতৃত্বের ব্যাটন গ্রহণ করেছেন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ঠিক আগে সাংবাদিক সম্মেলনে এসে তাঁর পূর্বসূরি রোহিত শর্মার নেতৃত্বের গুণাবলী নিয়ে অকুণ্ঠ প্রশংসা করলেন এই তরুণ ক্রিকেটার।
নেতৃত্ব পরিবর্তনের এই সিদ্ধান্ত সম্পর্কে শুভমান গিল জানান, বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগারকার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করার খানিক আগেই তিনি বিষয়টি জানতে পারেন।
নতুন দায়িত্বভার নিয়ে উচ্ছ্বসিত গিল বলেন, টেস্ট ম্যাচের মাঝেই ঘোষণা হয়, তবে আমি তার একটু আগেই জানতে পারি। অবশ্যই এটা একটা অনেক বড় দায়িত্ব এবং তার থেকেও বড় সম্মান। আমি এই ফরম্যাটে দেশকে নেতৃত্ব দিতে পেরে খুবই উত্তেজিত। গত কয়েক মাস আমার জন্য খুব রোমাঞ্চকর ছিল।
টেস্ট ক্রিকেটে কিছুদিন আগেই নেতৃত্ব শুরু করা শুভমান গিল এবার ওডিআই-তেও অধিনায়ক। তিনি তিন ফরম্যাটেই নিজেকে প্রমাণ করতে এবং দলের হয়ে সবকিছু জিততে আগ্রহী। তিনি আরও বলেন, আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমি যতটা সম্ভব বর্তমানকে ধরে রাখতে চাই এবং আমরা দল হিসেবে বা আমি ব্যক্তিগতভাবে কী অর্জন করেছি তা ফিরে দেখতে চাই না। আমি শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে চাই এবং আগামী মাসগুলোতে আমাদের যা কিছু আছে তার সবই জিততে চাই।
অধিনায়ক রোহিত শর্মাকে এখন আর টেস্ট বা টি-টোয়েন্টিতে গিলের সতীর্থ হিসেবে পাওয়া যাবে না। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে হিটম্যানকে পাশে পাবেন তিনি। গিল অকপটে স্বীকার করেন যে, নেতা রোহিতের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। মাঠে তাঁর শান্ত স্বভাব হোক বা দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করার ক্ষমতা সবটাই গিলকে অনুপ্রাণিত করে।
শুভমান গিল বলেন, রোহিত ভাইয়ের কাছ থেকে আমি অনেক গুণ শিখেছি; তার মধ্যে অন্যতম হলো তাঁর স্থিরতা এবং দলের মধ্যে তিনি যে ধরনের বন্ধুত্ব তৈরি করেন, তা আমাকে অনুপ্রাণিত করে। আমি তার কাছ থেকে এই গুণগুলোই নিতে চাই।
বিডি প্রতিদিন/নাজমুল