চলতি অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও টি-টোয়েন্টি সিরিজে খেলার আশা ছাড়ছেন গ্লেন ম্যাক্সওয়েল। অবশ্য প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে অবশ্য জায়গা হয়নি তার।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অনুশীলনে হাতে চোট পান ম্যাক্সওয়েল। তার কবজিতে চিড় ধরা পড়ে। চোট সারাতে চেষ্টা করছেন এই তারকা। মাঠে আগেভাগে অস্ত্রোপচারও করিয়েছেন এই ক্রিকেটার।
ম্যাক্সওয়েল বলেন, গত সপ্তাহে অস্ত্রোপচার করানোর পর ভারতের বিপক্ষে সিরিজে কিছুটা অংশ নেওয়ার আশা আমার খানিকটা হলেও বেড়েছে, যদি নিজেকে ঠিকঠাক রাখতে পারি...। আমার অস্ত্রোপচার করানোর একমাত্র কারণই এটি। আমার সামনে বিকল্প ছিল দুটি, অস্ত্রোপচার না করিয়ে ভারতের বিপক্ষে সিরিজ পুরোটা বাইরে থাকা অথবা অস্ত্রোপচার করানো এবং তাতে সামান্য হলেও এই সিরিজে মাঠে নামার সুযোগ।
ভারতের বিপক্ষে সিরিজের বাকি তিন টি-টোয়েন্টি যথাক্রমে ২, ৬ ও ৮ নভেম্বর।
তিনি বলেন, যদি সেটি না হয়, তাহলে বিগ ব্যাশের জন্য আগেই প্রস্তুত হয়ে উঠব এবং আমার মনে হয়, শরীরটাকে ঠিকঠাক করার জন্য ভালো অবস্থায় থাকব।
বুধবার হাতের অবস্থা বুঝতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন ম্যাক্সওয়েল। বিশেষভাবে তৈরি প্লাস্টিকের একটি স্প্লিন্ট আপাতত হাতে পরতে হবে তাকে পরামর্শ দিয়েছেন সেই বিশেষজ্ঞ চিকিৎসক। এই চোটে নিজেকে দুর্ভাগা মনে করছেন ম্যাক্সওয়েল।
এই অজি অলরাউন্ডার বলেন, হাতের যে জায়গায় বল আঘাত করেছে, সেদিক থেকে কিছুটা দুর্ভাগ্য আমার। যখন হাতে বল লাগল, মনে হচ্ছিল ভাগ্য ভালো যে হাড়ে লেগেছে, মাংসল অংশ ততটা ক্ষতিগ্রস্ত হয়নি। ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে। কিন্তু… হ্যাঁ, আরেকটি দুর্ভাগা চোট।
বিডি প্রতিদিন/কেএ