বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও তার স্ত্রী জিয়াসমীন আরার ১৭টি স্থানে জমি ও জমিসংলগ্ন বাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রক্ষিতে গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, আলতাব হোসেনের নামে ফরিদপুরে ১২টি স্থানে জমি রয়েছে, যার মূল্য ৩৫ লাখ টাকা। এ ছাড়া ঢাকার গুলশানে একটি প্লট ও বাড়ি রয়েছে, যার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা। অন্যদিকে, স্ত্রী জিয়াসমীনের নামে দুটি প্লট ও বাড়ি রয়েছে, যার মূল্য ২ কোটি ৫৯ লাখ টাকা।
এ ছাড়া ফরিদপুরে আরও দুটি প্লট রয়েছে, যার মূল্য ৩ লাখ টাকা।
পৃথক দুই আবেদনে দুদক উল্লেখ করেছে, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলা চলমান। এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর, রূপান্তর বা হস্তান্তরের আশঙ্কা থাকায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিগুলো জব্দ করা একান্ত প্রয়োজন।