ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিজস্ব উদ্দেশ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল‑আবিবের জন্য আর হুমকি নয়— এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। খবর টাইমস অব ইসরায়েলের।
গাজা যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে, ইসরায়েলকে এক মুহূর্তের জন্যও হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী। একদিকে গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা।
মঙ্গলবারও উপত্যাকাটির পূর্বাঞ্চলীয় শুজায়া ও দারাজে হামলা চালানো হয়। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এক আঘাতে—এমন পরিবারের সংখ্যাও অসংখ্য। কোথাও কোথাও শুধু একটি শিশু বেঁচে আছে। আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার।
বিডি-প্রতিদিন/শআ