বিতর্কিত নির্বাচন কর্মকর্তাদের বাদ দেওয়ার প্রশ্নে ‘লোম বাছতে কম্বল উজাড়’ অবস্থায় পড়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গত তিন বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ভোট গ্রহণ কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি নিয়ে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সংলাপের সমাপনী বক্তব্যে এ কথা বলেন সিইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘গত তিনটা নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের নিয়ে সবাই তো সন্দেহ পোষণ করে। তবে ভালো-খারাপ তো সবখানেই আছে। কিন্তু অনেকে এমন দাবি করছেন যে, গত তিন নির্বাচনে যারা কাজ করেছেন, তারা যেন ধারে-কাছে না আসতে পারে। এখন ১০ লাখ লোকের (ভোট গ্রহণ কর্মকর্তা) মধ্যে বাদ দিতে গেলে, কম্বলই উজাড়। লোম বাছতে গিয়ে কম্বল উজাড়-অবস্থা হয়েছে আমার।’
আগামী জাতীয় নির্বাচনে ভোটের দায়িত্বে যারা থাকবেন তাদের জাতীয় দায়িত্বের কথা স্মরণ করে দেন সিইসি। এর ব্যত্যয় ঘটলে ‘কঠিন অ্যাকশন’ নেওয়া হবে জানিয়ে সিইসি বলেন, ‘আমাদের বার্তা ক্লিয়ার। নির্বাচন করার শুধু ইসির দায়িত্ব না। ন্যাশনাল ইলেকশন তো ন্যাশনাল ডিউটি। সুষ্ঠু ভোটের জন্য যত কার্যক্রম নেওয়া দরকার নেব, যাতে কেউ দলীয় আচরণ করতে না পারে।’ ভোট গ্রহণ কর্মকর্তাদের দলীয় মনোবৃত্তি প্রসঙ্গেও কথা বলেছেন সিইসি। তিনি বলেন, ‘অন্তর্যামী হলেন একমাত্র আল্লাহ। (কর্মকর্তাদের) অন্তরের মধ্যে দলীয় মনোবৃত্তি আছে কি না জানা সম্ভব নয়। কিন্তু দলদাসের মতো কাজ করতে পারবেন না এটা নিশ্চিত করব। মনের মধ্যে রাজনৈতিক মনোবিলাস থাকলেও কাজে যেন প্রতিফলন না হয় তা নিশ্চিত করা হবে।’