সাহিত্য চিন্তার প্রসার, তরুণ প্রজন্মকে বইমুখী করা এবং পাঠচর্চা বাড়াতে পাবনায় বসুন্ধরা শুভসংঘের সদর উপজেলার উদ্যোগে প্রাণবন্ত সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে পাবনা শহরের দিলালপুরের হামিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মেমোরিয়াল ক্লাব বুকসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঠচক্রে বিভিন্ন সংগঠনের কবি, সাহিত্যিক ও পাঠপ্রেমীরা কবিতা আবৃত্তি, বইবিষয়ক মতবিনিময়, সাহিত্য আলোচনা এবং বইপড়াকে কেন্দ্র করে চমৎকার এক আড্ডায় মেতে ওঠেন।
অনুষ্ঠানে পাবনা পিটিআই সুপার (পিআরএল) কবি সুকদেব মজুমদার বলেন, বসুন্ধরা শুভসংঘ আজ যে মননশীল পাঠচক্রের আয়োজন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন তরুণদের ভাবনার গতি বাড়ায় এবং সমাজে পাঠসংস্কৃতিকে শক্ত ভিত্তি দেয়।
উত্তরণ সাহিত্য পরিষদের সভাপতি আলমগীর কবির হৃদয় বলেন, একাধিক কবি ও সাহিত্যিককে এক ছাদের নিচে এনে বইপাঠ ও আলোচনা করার মতো সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে শুভসংঘ। এটি সত্যিই দারুণ উদ্যোগ।
পাবনা জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম ফারুক জানান, বসুন্ধরা শুভসংঘ শুধু অসহায় মানুষের পাশে থাকে না, বরং সচেতনতা, সংস্কৃতি ও শিক্ষা বিস্তারে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাহিত্য আড্ডা তারই ধারাবাহিকতা।
সাবেক সভাপতি কামরুন নাহার লুনা বলেন, শুভসংঘের যে কোনো মানবিক বা সাংস্কৃতিক উদ্যোগে আমরা সবসময় একাত্ম। সমাজের কল্যাণে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আকবর রাজু বলেন, পাবনাসহ সারাদেশেই বসুন্ধরা শুভসংঘ ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। সাহিত্য আড্ডার মতো উদ্যোগ জ্ঞানচর্চাকে এগিয়ে নিয়ে যায়।
এসময় মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি শফিক আল কামাল, মহিয়সী সাহিত্য পরিষদের সদস্য শামীমা সীমা এবং উদীয়মান শিশু শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি প্রবীর সাহা, জেলা শাখার সভাপতি ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক মো. মারুফ সরদার, স্থানীয় সাহিত্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল