বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে “দেশ গঠনে তরুণ সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা কলেজ মুক্ত মঞ্চে আয়োজিত এ সভায় সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় দেশের উন্নয়ন, পরিবর্তন ও ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদের গুরুত্ব নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সভাপতি মাহমুদুল হাসান শোভন, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, সংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম আশিকসহ সদস্য মো. হাবিবুল্লাহ, মিরাজ হোসেন, নিয়াজ মাহমুদ সজল, আখতারুজ্জামান রিফাত, জুয়েল মিয়া, মিঠু দাস, আনোয়ার হোসেন প্রিন্স, আব্দুল মমিন, মাহবুবুর রহমান, মো. সম্রাট, আদিত্য মজুমদার, মো. ইব্রাহিম, মো. জুনায়েদ, মোহাম্মদ নাজমুল, সিয়াম হোসেন, হাফিজুল ইসলাম, মুনতাসির আহমেদ, মহাদেব কুমার ঘোষ, শরিফুল ইসলাম, অনিক হাসান, রবিউল ইসলাম, আশিকুজ্জামান বাপ্পি, রাব্বি হোসেন, হুমায়ুন আহমেদ, শান্ত হাসান, শুভ ঘোষ, সুমন দাস, হানিফ সরকার, মাসুদ রানা, হামজালা ইসলাম, মো. নাঈম এবং কলেজের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন— তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ এবং ইতিবাচক পরিবর্তনের প্রধান শক্তি। নতুন ধারণা, উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে তারা জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও জানান, শিক্ষাক্ষেত্রে তরুণরা আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়নে অবদান রাখতে পারে। পাশাপাশি সামাজিক পরিবর্তনে দারিদ্র্য, বৈষম্য, মাদক ও পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করতে পারে।
তবে শিক্ষার অভাব, কর্মসংস্থানের সংকট, সামাজিক অব্যবস্থা ও দুর্নীতির মতো চ্যালেঞ্জ তরুণদের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে বলেও বক্তারা উল্লেখ করেন। এসব সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক বলেন, “বাংলাদেশের সামাজিক পরিবর্তনের মূল চালিকাশক্তি তরুণ প্রজন্ম। তারা শুধু স্বপ্ন দেখে না—অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাস্তব পরিবর্তন ঘটানোর শক্তি রাখে।”
সভাপতি মাহমুদুল হাসান শোভন বলেন, “তরুণ নেতৃত্ব সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করলে প্রকৃত অর্থে আধুনিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। শুভসংঘ সেই লক্ষ্যে কাজ করছে, যেখানে প্রতিটি তরুণ পরিবর্তনের সক্রিয় অংশীদার হবে।”
সভা শেষে সদস্যরা ভবিষ্যতে আরও সামাজিক সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া