পঞ্চগড়ে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চা বাড়াতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড় জেলা শাখা।
প্রতিযোগিতায় উৎসাহ, উদ্দীপনা নিয়ে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। একই সঙ্গে সব শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে কলম দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজম বলেন, 'শিক্ষার্থীদের মানসিক বিকাশে এ ধরনের গঠনমূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভসংঘের এই উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়া করতে আরও উদ্বুদ্ধ করবে।'
সহকারী শিক্ষক আতাউর রহমান বলেন, 'শিশুদের মেধা বিকাশের জন্য এমন আয়োজন প্রশংসনীয়। শিশুরা দারুণ উপভোগ করেছে।'
শুভসংঘের সভাপতি নাসিম আব্দুল্লাহ নয়ন বলেন, শিক্ষার্থীদের মধ্যে অল্প বয়স থেকেই বইপড়া, সাধারণ জ্ঞান ও প্রতিযোগিতামূলক চর্চা বাড়াতে শুভসংঘ কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি সুমন ইসলাম, সাধারণ সম্পাদক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও সদস্য আরিফুজ্জামান আরিফ।
বিডি-প্রতিদিন/এমই