চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলাম রবিনকে র্যাব-১১ গ্রেফতার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা নিয়ে যায়।
গ্রেফতারকৃত রবিন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী সামসুন নুর পাটওয়ারীর ছেলে।
গত ১১ নভেম্বর রাতে চা পাতা বিক্রির টাকা নিয়ে রুহুল আমিন বাড়ি ফিরছিল। এসময় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর সমিতির পোল এলাকায় পৌঁছলে ডাকাত চক্র তার টাকা হাতিয়ে নেয়। এসময় রুহুল আমিন তাদের বাধা দিলে ও ডাক-চিৎকার করে ডাকাত চক্র তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের বাবা ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম