বসুন্ধরা শুভসংঘ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় মাসিক কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধি, সৃজনশীলতার উন্মেষ এবং মানসিক বিকাশের লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ১০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন শাখা সভাপতি দীপ্ত পাল। আয়োজক পরিষদে দায়িত্ব পালন করেন অর্থ সম্পাদক আতিকুর রহমান অভি এবং সহশিক্ষা সম্পাদক রায়হান।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- রাতুল ইসলাম সৌরভ (প্রথম স্থান), এহসানুল হক জুবায়ের (দ্বিতীয় স্থান) ও তালহা আহম্মেদ (তৃতীয় স্থান)। বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার সহ-উপদেষ্টা তন্ময় শিকদার। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও মননের বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিয়মিতভাবে এমন কুইজ প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতি মাসে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকদের মতে, বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার মাসিক কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব, নৈতিক মূল্যবোধ, প্রতিযোগিতার চেতনা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও ব্যক্তিত্ব গঠনে এমন উদ্যোগ ক্যাম্পাসে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে—এমনটাই অভিমত সংশ্লিষ্ট সবার।
বিডি প্রতিদিন/কেএইচটি