ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ছবিটির সম্ভাব্য নাম ‘মা বন্দে’। এটি পরিচালনা করবেন দক্ষিণ ভারতের নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী।
এ ব্যাপারে রাভিনা জানান, হীরাবেন মোদির জীবন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একজন সাধারণ গৃহিণী হয়েও কীভাবে নিজের সন্তানদের মানুষ করেছেন, সৎপথে চলতে শিখিয়েছেন—এসব জানার পরই চরিত্রটির প্রতি তার আগ্রহ আরও বেড়ে যায়।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, হীরাবেন মোদি ছিলেন এক নিঃশব্দ শক্তি। তার হাতে তৈরি হয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী এক নেতা। বাস্তব জীবনের এমন শক্তিশালী চরিত্রে অভিনয় করা আমার কাছে এক বিশেষ সম্মান।
নির্মাতারা জানিয়েছেন, ছবিটি শুধুই রাজনৈতিক জীবনের গল্প নয়; বরং তুলে ধরা হবে এক মায়ের সংগ্রাম, তার বিশ্বাস, মূল্যবোধ এবং ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলার লড়াই। তাদের দাবি, বায়োপিকটি আদতে মা-ছেলের সম্পর্কের দীর্ঘযাত্রা। নরেন্দ্র মোদি যখন চাওয়ালা ছিলেন, তখন থেকে শুরু করে তার রাজনৈতিক যাত্রা—সবকিছুর আড়ালে যে একজন মায়ের নিঃশব্দ ত্যাগ লুকিয়ে আছে, সিনেমাটি সেই গল্পই বলবে।
এতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করছেন মালয়ালম সুপারস্টার উন্নি মুকুন্দন।
সূত্র: বলিউড হাঙ্গামা