ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পৌর এলাকার রূপনগর থেকে তিতাস নদীতে ভাসমান অবস্থায় মো. তৌহিদ খান (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তৌহিদ খান পৌর এলাকার দেবগ্রাম পূর্বপাড়ার ফরিদ খানের ছেলে।
পরিবারের লোকজন জানান, তৌহিদ খান নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সোমবার এ বিষয়ে এলাকায় মাইকিং করানো হয়। মঙ্গলবার স্থানীয় লোকজন মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
বিডি প্রতিদিন/কেএইচটি