বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে জনসমাবেশ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতাহ খান।
মঙ্গলবার বিকালে পৌর এলাকার জামতলা মোড়ে উপজেলা বিএনপি, পাগলা থানা বিএনপি ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন পাহলোয়ান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফাতাহ খান বলেন, ‘জনগণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ চালানো হচ্ছে। পৌরসভা থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছি।’
তিনি আরও বলেন, ‘গফরগাঁওকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রউফ, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন, শাহ নেওয়াজ কবীর বাচ্চু, আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, শ্রমিকদল নেতা শরীফ আহমেদ, পাগলা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুখেন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহেদুল ইসলাম সেলিম আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত