বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ের প্রধান ফটক থেকে ৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উদ্ধার করা ককটেলগুলো থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা ব্যবস্থাপক রঞ্জন দত্ত বলেন, ‘মঙ্গলবার দুপুরে বোরকা পরা অজ্ঞাত দুই নারী গ্রাহক সেজে অন্যান্য সদস্যদের সঙ্গে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে দিয়ে ঘোরাফেরা করে। এ সময় অফিসের ভেতর দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পর ব্যাংকের প্রধান ফটকে ১টি ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখে সন্দেহ হয়। তখন ব্যাগ খুলে তার ভেতর লাল রংয়ের ৩টি তাজা ককটেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে গ্রাহকের ছদ্মবেশে আসা অজ্ঞাত ওই নারীরা ব্যাগের ভেতর ককটেল রেখে সটকে পড়েন। পরে থানায় খবর দেওয়া হয়।’
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উদ্ধার করা তাজা ককটেল ৩টি থানা হেফাজতে এনে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ