ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে এবং বন্দি বিনিময়ের প্রচেষ্টা এগিয়ে নিতে তুরস্কে যাচ্ছেন। আজ মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জেলেনস্কি জানান, তিনি বুধবার কয়েকটি বৈঠক করবেন। যদিও তিনি তুরস্কের কোন শহরে যাবেন বা কাদের সাথে বৈঠক করবেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, আগামীকাল তুরস্কে বৈঠক। আমরা আলোচনাকে আরও গতিশীল করার প্রস্তুতি নিচ্ছি। আমাদের অংশীদারদের কাছে আমরা যে সমাধানগুলো প্রস্তাব করব, তা তৈরি করেছি। যুদ্ধের ইতি টানা ইউক্রেনের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা বন্দি বিনিময় পুনরায় শুরু করা এবং যুদ্ধবন্দিদের ফিরিয়ে আনার জন্যও কাজ করছি।
জেলেনস্কি আরও জানান, আন্তর্জাতিক সফর শেষে তিনি তার সার্ভেন্ট অফ দ্য পিপল দলের আইনপ্রণেতাদের সাথে বৈঠক করবেন। প্রয়োজনীয় কয়েকটি আইন প্রণয়নের উদ্যোগ ও মৌলিক দ্রুত সিদ্ধান্তও উপস্থাপন করবেন।
এদিকে, মার্কিন গণমাধ্যম সূত্রে খবর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভেন উইটকফও বুধবার তুরস্কে এসে জেলেনস্কির সাথে আলোচনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
তবে, ক্রেমলিন মঙ্গলবার স্পষ্ট জানিয়েছে যে এই সপ্তাহের তুরস্কে অনুষ্ঠিত কোনো বৈঠকেই রাশিয়া অংশ নেবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আগামীকাল তুরস্কে কোনো রুশ প্রতিনিধি উপস্থিত থাকবেন না। আপাতত, এই যোগাযোগগুলো রাশিয়ার অংশগ্রহণ ছাড়াই চলছে।
পেসকভ আরও যোগ করেন যে তুরস্ক বা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার ফলাফল সম্পর্কে অবহিত হতে প্রস্তুত রয়েছেন। রয়টার্স জানিয়েছে, একটি সূত্রের খবর অনুযায়ী, রুশ দূত দিমিত্রিয় এবং মার্কিন দূত উইটকফ-এর মধ্যে গত ২৪-২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক বৈঠকেও "খুবই ফলপ্রসূ আলোচনা" হয়েছিল।
সূত্র: টিআরটি
বিডি প্রতিদিন/নাজমুল