হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় জিরার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চালান জব্দ করে।
অভিযানে জব্দকৃত জিরার পরিমাণ ১৬০ বস্তা। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪৮০০ কেজি জিরা জব্দ করা হয়। যার বাজারমূল্য ১ কোটি দুই লাখ টাকা। এ সময় জিরার পাচারের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১টি কাভার্ডভ্যান সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি করে মালিকবিহীন ভারতীয় জিরা যাওয়া যায়। জব্দকৃত জিরা শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি