হবিগঞ্জ থানার ধর্ষণ মামলায় র্যাব যৌথ অভিযান চালিয়ে রনদীর গোপকে (৪৫) গ্রেফতার করেছে। সে হবিগঞ্জ জেলার ঘোষপাড়া এলাকার মৃত নিন্দ্র গোপের ছেল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রনদীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে সোমবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
জানা যায়, ভিকটিম হবিগঞ্জ জেলার সদর থানাধীন ঘোষপাড়া এলাকার বাসিন্দা। ভিকটিম একজন বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৩ নভেম্বর বিকালে দুপুরের খাওয়া শেষে ভিকটিমের মা ভিকটিমকে বাড়িতে রেখে স্কুলে চলে যায়।
একই তারিখ সন্ধ্যার সময় ভিকটিমের মা স্কুল শেষে বাড়িতে আসলে ভিকটিম বিষয়টি সাথে সাথে ইশারায় তার মাকে বুঝিয়েছে যে, বিবাদী ভিকটিমকে ইশারায় ডেকে তার বাড়ির ৩য় তলার বাসায় নিয়ে ধর্ষণ করেছে।
এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ভিকটিমের মা ভিকটিমকে বিবাদীর বাড়িতে নিয়ে গেলে ভিকটিম বিবাদীকে চিহ্নিত করে দেখিয়ে দেয়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন