সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১২ দিনে প্রায় ৭৫ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। আর চলতি বছরে সনাক্ত হয়েছেন প্রায় ৪শ জন। বিশেষজ্ঞরা বলছেন- ধরন বদলে ডেঙ্গু ভাইরাস এখন আরো বিপজ্জনক আকার ধারণ করেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯০ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৫ জন।
বুধবার স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে।
চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৭১ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৫৪ জন এবং হবিগঞ্জে ২১০ জন রোগী সনাক্ত হয়েছেন। এ বছর সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগী গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুর ধরন বদলেছে। এখন রোগীদের মধ্যে জটিল উপসর্গ বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। এজন্য পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম ও বেডসাইড হেমাটোক্রিট মেশিনের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। এই যন্ত্রপাতি থাকলে দ্রুত রোগ নির্ণয় ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, যা চিকিৎসা কার্যক্রমকে গতিশীল করে এবং জটিলতা কমাতে সাহায্য করে। তাছাড়া, গত দুই দশকে বৃষ্টির সময় অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে বেশি সংক্রমণ ও মৃত্যু হতো। তবে চার বছর ধরে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ঘটছে অক্টোবর মাসে। আর প্রায় শীতের সময় নভেম্বরে মৃত্যু হচ্ছে সবচেয়ে বেশি। এ মাস ডেঙ্গুর প্রাণঘাতী মাস হিসেবে এখন চিহ্নিত হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত