মালয়েশিয়ায় বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট “নিক্সা গ্লোবাল ব্যাটেল ফর দ্য উইকেটস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে সাইবারজায়া ইউনিভার্সিটি, প্রথম রানারআপ স্বাগতিক সিটি ইউনিভার্সিটি এবং দ্বিতীয় রানারআপ হয়েছে লিংকন ইউনিভার্সিটি।
১৬ নভেম্বর ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বুকিত এক্সপো মাঠে প্রবাসী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে সকাল থেকে দিনব্যাপী মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সম্পন্ন হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট ভিপি বশির ইবনে জাফরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি মাহবুব আলম শাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ, নিক্সা গ্লোবালের চিফ অ্যাডভাইজর এস এম আশিবুর হাসনাত সাদি, ইজ্জান গ্লোবালের সিইও তোফায়েল আহমাদ, বিএসওএম-এর ভিপি আসিফ রহমান ভুইয়া, বিএসএইউপিএম-এর সিনিয়র ভিপি রশ্মি উমাইয়া গাজি। এ ছাড়া কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল