মালয়েশিয়ার জহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা করেন। এসময় তাদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে স্থানীয় জহর বারুর একটি হোটেলে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী।
প্রবাসী বাংলাদেশিরা আসন্ন নির্বচনে ভোট প্রদানের প্রক্রিয়া, হাইকমিশনের কন্স্যুলার সেবাসহ বিভিন্ন বিষয়ে হাইকমিশনারকে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। হাইকমিশনার তাদের বক্তব্য শুনেন এবং তার মতামত প্রদান করেন।
সভা শেষে হাইকমিশনার প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করেন। প্রবাসী বাংলদেশিদের উপস্থিতিতে প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, কাউন্সেলর (কন্স্যুলার) মো. মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া