সিলেটের জহিরুল হোসেন নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং পেশায় একজন কলেজ শিক্ষক।
মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বিশ্বনাথ থানা পুলিশ।
গ্রেপ্তার জহিরুল উপজেলার ১ নম্বর লামাকাজী ইউনিয়ন পরিষদের (ইউনিয়) সাবেক চেয়ারম্যান মুন্সিরগাঁও গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরের দিকে জহিরুলকে তার নিজ বাড়ি লামাকাজী ইউনিয়নের থেকে গ্রেপ্তার করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৬ মে রামপাশা গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় (নং ১০(৬)’২৫) তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ