নারায়ণগঞ্জের সদর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও র্যাব-১১। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লার দেওয়ানবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলার মৎস্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। তিনি কারখানার ভেতরে নিষিদ্ধ জাল তৈরির পাশাপাশি বিপুল পরিমাণ জাল মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১১ এর এএসপি মাসুদ বলেন, ‘চায়না দুয়ারি জাল দেশের নদী ও জলাশয়ে মাছের প্রাকৃতিক উৎপাদন নষ্ট করছে। প্রজনন মৌসুমে এই জাল জলজ পরিবেশের জন্য আরও ক্ষতিকর হয়ে ওঠে। তাই নিষিদ্ধ এই জালের উৎপাদন ও ব্যবহার রোধে নিয়মিত অভিযান চলছে।’
তিনি আরও জানান, জাল জব্দের ঘটনায় কারখানার মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/জামশেদ