ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাত ৫টার দিকে আবারও গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে দুর্বৃত্তরা। রাজৈর উপজেলার কামালদী এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গাছ ফেলার ঘটনা দেখে দুর্বৃত্তরা পুলিশকে টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। রাজৈর উপজেলার টেকেরহাট ফায়ার সার্ভিস স্টেশন ও মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ যৌথভাবে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ফায়ার স্টেশনের লিডার মো. ইসমাইল হোসেন জানান, খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন জানান, ভোরের দিকে গাছ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক করে।
প্রসঙ্গত, এর আগেও মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে যান চলাচল বন্ধ করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/মাইনুল