চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার তিনি চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণের সময় নবাগত ডিসি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদি উর রহিম জাদিদ, পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, মো. শরীফ উদ্দিন, চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক মো. শরীফ উদ্দিন, রেভিনিউ ডেপুটি কালেক্টর পান্না আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ইমরান মাহমুদ ডালিম, প্রশান্ত চক্রবর্তী, আলাউদ্দিন, শিফাত বিনতে আরা, সহকারী কমিশনার মো. মাহমুদ হাসান, আফরিন ফারজানা পিংকি প্রমুখ।
জানা গেছে, নবাগত ডিসি জাহিদুল ইসলাম মিঞা এর আগে রাজবাড়ী ও নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালীন সময় সারাদেশে একজন মানবিক ডিসি হিসেবে সুনাম অর্জন করেছেন। বিশেষ করে নারায়ণগঞ্জে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত পরিবার, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, দুস্থ মানুষ, অসহায় শিশু, কারাবন্দি ও ঝুঁকিপূর্ণ রোগীদের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে পরিচিত ছিলেন।
এই সময় গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি এবং মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে তার দীর্ঘমেয়াদি উদ্যোগ ব্যাপকভাবে আলোচিত হয়। পরিচ্ছন্নতা কর্মসূচিতে ফটোসেশন না করে নিজ হাতে সিরিঞ্জ তুলে ডাস্টবিনে ফেলার বিষয়টি জনসাধারণের কাছে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া বদলি কার্যক্রমে স্বচ্ছতার লক্ষ্যে একদিনে ৩০ জন ইউপির প্রশাসনিক কর্মকর্তাকে প্রকাশ্য লটারির মাধ্যমে বদলি করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/মাইনুল