চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিপা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উপজেলা সদরের স্টেডিয়াম মাঠে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা শুভসংঘের সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা হাবিবুর রহমান, সহ-সভাপতি হাজি আব্দুল কাদির, সহ-সভাপতি আসমত আলি বিশ্বাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, সদস্য শেখ হাতেম আলি এবং স্থানীয় যুবসমাজ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স ও উপজেলা শুভসংঘের সদস্য আবু বকর।
তিনি জানান, শীত মৌসুমে বাদুড়ের খাওয়া খেজুরের রস, তালের কাঁচা রস বা বাদুড়ের কামড়-খাওয়া ফল থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে। এ কারণে শীতকালে এসব খাদ্যদ্রব্য খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘যদি খেজুর বা তালের রস খেতেই হয়, তবে সেই রস সংগ্রহের ভাঁড় এমনভাবে ঢেকে রাখতে হবে যেন বাদুড় বসতে না পারে। বাড়ির আশেপাশে যেসব গাছে বাদুড় কম আসে সেসব গাছের রস অপেক্ষাকৃত নিরাপদ। এছাড়া রস জাল করে (ফুটিয়ে) খেলে নিপা ভাইরাসের ঝুঁকি থাকে না।’
বক্তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার পাশাপাশি প্রতিবেশী ও আশপাশের মানুষকেও সচেতন করার আহ্বান জানান। শীত মৌসুমে নিপা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক