নাটোরের সিংড়ায় বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিংড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এই আসর ও নতুন কমিটির পরিচিতি সভা আয়োজন করা হয়।
উপজেলা শুভসংঘের সভাপতি রবিউল করিম খোকন সভার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ সিংড়া শাখার প্রধান উপদেষ্টা মোল্লা এমরান আলী রানা, জয়নুল আবেদীন, মাহমুদুল হাসান কায়েস ও উপদেষ্টা আবু জাফর সিদ্দিকী।
সভায় বসুন্ধরা শুভসংঘের সদস্য ও স্থানীয় কবি সাহিত্যিকরা স্বরচিত কবিতা ও সাহিত্য রচনা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফি।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি জাকারিয়া মাসুদ, সহ-সভাপতি মিজানুর রহমান রনি, সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, শাহিন আলম, ইব্রাহিম আলী, তানজিল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন হোসেনসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই