রাজধানীর কদমতলী থেকে তিন সদস্যের একটি চক্রের সবাইকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় ৩টি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়েন্দা বিভাগের ডিসি মো. আমীর খসরু।
তিনি জানান, কদমতলী থানার শ্যামপুর এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রনির্ভর একটি মাদক সিন্ডিকেট গড়ে তোলে জাহাঙ্গীর আলম টিটু, মামুন এবং শামীম। এলাকার পাইকারি মাদক কারবার নিয়ন্ত্রণে রাখতে চক্রটি ব্যবহার করত বিদেশি অস্ত্র। মূল মাদক সরবরাহকারীদের ধরতেই ডিবির বিশেষ অভিযান— যেখানে তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩টি পিস্তল ও ৬০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক।
ব্রিফিংয়ে ডিসি আমীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে, মাদক কারবার টিকিয়ে রাখতে নিয়মিত এই অস্ত্র ব্যবহার করত তারা। অস্ত্রগুলো ভাড়া দিয়ে থাকে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎপত্তি ও উৎস নিয়েও তদন্ত চলছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর খোয়া যাওয়া অস্ত্র— সেগুলোর সঙ্গে মিল আছে কিনা তাও পরীক্ষা করছে ডিবি।
বিডি প্রতিদিন/হিমেল