জুলাই–অগাস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাকার টিএসসিতে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রায় ঘোষণার পরপরই তারা মিষ্টি বিতরণ করেন।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় সরাসরি রায় প্রদর্শনের ব্যবস্থা করে ডাকসু। ভিপি আবু সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে জানান, শিক্ষার্থীদের জন্য রায় সরাসরি দেখানোর আয়োজন করা হয়েছে। পর্দায় রায় দেখতে টিএসসিতে ভিড় জমায় শত শত শিক্ষার্থী।
দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পর টিএসসি এলাকায় শিক্ষার্থীরা একে বিচারের বিজয় হিসেবে অভিহিত করে উল্লাস প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
বিডি প্রতিদিন/মুসা