মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্যার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তাকে স্বপদে বহাল রাখায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিঘিরপাড় বাজার থেকে র্যালিটি শুরু হয়ে বেশনাল চৌরাস্তা ও কামারখাড়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মূল চরে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও মিজান দেওয়ান, জেলা যুবদলের সদস্য এবং টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক মো. শামীম, ছাত্রদলের সভাপতি রাকিব মোল্লা, সাধারণ সম্পাদক সিয়াম ব্যাপারী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল শেখ, সাধারণ সম্পাদক মো. শাহীন, তাঁতী দলের সভাপতি সিরাজ ব্যাপারী ও সাধারণ সম্পাদক আলামিনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/কেএইচটি