বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মাহবুব হাসান। টেলিযোগাযোগ, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা ডিজিটাল সেবা সম্প্রসারণ ও গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করবেন বলে জানিয়েছে বাংলালিংক।
তিনি সর্বশেষ আর ভেঞ্চার্স পিএলসি’র প্রতিষ্ঠাতা সিইও ছিলেন। এর আগে রবি আজিয়াটার সিআইও হিসেবে আইসিটি, আইওটি, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দিল্লিভেরি, গ্রামীণফোন, ডেলয়েট ইউকে, আইবিএম ইউকে এবং ডয়চে টেলিকম–ইউনিলিভারের বিভিন্ন প্রকল্পেও নেতৃত্ব দিয়েছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা কাজী মাহবুব একজন ফেলো চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সাবেক শিক্ষার্থী।
নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলালিংকের সঙ্গে কাজ করার মানে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ। গ্রাহকদের প্রয়োজন ও অভিজ্ঞতাকে সামনে রেখে আরও কার্যকর সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য।
বিডি-প্রতিদিন/মাইনুল