দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মান জানাতে চালু হয়েছে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড। ২০২৫ সালে কৃষি ও প্রক্রিয়াজাত খাতের সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন—এই তিন ক্যাটাগরিতে সাত সাংবাদিককে পুরস্কৃত করা হবে।
আজ রবিবার থেকে সাংবাদিকরা অনলাইনে প্রতিবেদন জমা দিতে পারবেন। যেকোনো প্রতিবেদন অনলাইন ও প্রিন্ট দুই মিডিয়াতে প্রকাশিত হলে যেকোন একটি ক্যাটাগরিতে জমা দিতে হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। অনলাইনে জমা দেওয়ার জন্য ওয়েবসাইট: agromediaaward.com।
পুরস্কার প্রবর্তন করেছে দেশের শীর্ষ প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। আয়োজকরা জানাচ্ছেন, আধুনিক কৃষি, মানসম্মত পণ্য উৎপাদন, কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, উদ্ভাবন, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানসহ খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিবেদনের মধ্যে থাকলে পুরস্কৃত হওয়ার সুযোগ থাকবে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “কৃষি ও প্রক্রিয়াজাত খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। এই উদ্যোগ তথ্যভিত্তিক সাংবাদিকতাকে উৎসাহিত করবে এবং খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরতে সাংবাদিকদের অনুপ্রাণিত করবে।”
বিডি প্রতিদিন/আশিক