২৬টি ফিনটেক উদ্যোগকে সম্মাননা প্রদান করার মাধ্যমে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক পিএলসির সঞ্চালনায় আয়োজিত ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড।
এ বছর ১৪টি বিশেষায়িত ক্যাটেগরিতে ১৪টি উদ্যোগ জয়ী এবং ১২টি উদ্যোগ অনারেবল মেনশন মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের ফিনটেক খাতের উদ্ভাবন, বৈচিত্র্য ও অগ্রগতির ধারাবাহিকতাকে উদযাপন করা
হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর, ড. আহসান এইচ মনসুর।
দিনের প্রথমার্ধে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট ২০২৫। এই আয়োজনে ব্যাংকিং, ফিনটেক, আর্থিক সেবা, বীমা, প্রযুক্তি, বিনিয়োগ, নিয়ন্ত্রক সংস্থা এবং একাডেমিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
বিডি প্রতিদিন/নাজমুল