বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপি গত ১৭ বছর ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করছে। তিনি মন্তব্য করেন, ‘আজ একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচন বানচালের জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। বিএনপি কোনো দুর্বল দল নয়। আমাদের সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না।’
রবিবার (৯ নভেম্বর) নিজামপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এক উঠোন বৈঠকে যশোর-১ শার্শা আসনে বিএনপি মনোনীত প্রার্থী তৃপ্তি আরও বলেন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ‘তারেক রহমানের সিদ্ধান্তের বিরোধিতা করা মানে তারেক রহমানকে অসম্মান করা। তাই দলমত পার্থক্য ভুলে সবাইকে এক ছাতার তলে এসে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন এদেশে হতে দেয়া হবে না। নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিএনপি আজ অতীতের চেয়ে বেশি সুসংগঠিত। ইনশাল্লাহ, এদেশের জনগণ ধানের শীষে বিপ্লব ঘটিয়ে তাকে প্রধানমন্ত্রী করবেন।’
উঠোন বৈঠকটি নিজামপুর ইউনিয়ন গোড়পাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন ভুট্টো’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম তরফদার, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদ, আব্দুল কুদ্দুস বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস আহাদ, নাসিরুদ্দিন, আতাউর রহমান আতা ও মফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/জামশেদ