গাজীপুরের শ্রীপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য মাঠে নেমে কাজ করছে ও জনগণও ব্যাপক সারা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
রবিবার বিকালে পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলেম উদ্দিন মৃধা, এড আবু জাফর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন