গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল ও ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুপম চাকী এবং উপজেলার কামারদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র।
রবিবার (৯ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে শনিবার দিবাগত রাতে আব্দুল লতিফ ও রুপম চাকীকে এবং আজ দুপুরে শ্রী পরিমল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক তৎপরতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর শহর থেকে আব্দুল লতিফ ও রুপম চাকীকে এবং রবিবার দুপুরে ফাঁসিতলা বাজার এলাকা থেকে শ্রী পরিমল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এএম