ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি তার যুগান্তকারী উদ্ভাবন ‘ইউনাইটেড ফাইন্যান্স মোবাইল অ্যাপ (উমা)’ এর জন্য তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-এ নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) ক্যাটাগরিতে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।
পুরস্কারটি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এর হাতে তুলে দেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
উমা হলো এনবিএফআই খাতে একমাত্র মোবাইল অ্যাপ যা সম্পূর্ণ ডিজিটাল অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করে। ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে তাদের রিয়েল-টাইম ব্যালেন্স দেখতে পারেন, স্টেটমেন্ট ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন এবং বিভিন্ন সেবা অনুরোধ করতে পারেন। ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন ও স্মুথ ফাংশনালিটির কারণে উমা গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় স্বাধীনতা প্রদান করছে এবং ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
ইউনাইটেড ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “উমা একটি নতুন যাত্রার সূচনা। সেবার উৎকর্ষই প্রকৃত পার্থক্য গড়ে দেয়। ৩৬ বছরের ঐতিহ্য ও আস্থাকে ভিত্তি করে, এই পুরস্কার আমাদের একটি ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান গড়ার অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান অংশগ্রহণ করেন এবং অ্যাওয়ার্ড সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন।
১৯৮৯ সাল থেকে ইউনাইটেড ফাইন্যান্স বাংলাদেশে নতুন ও উদ্ভাবনী আর্থিক সেবা প্রদান করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ২৩টি শাখা রয়েছে এবং শক্তিশালী গভর্নেন্স ও পোর্টফোলিও কোয়ালিটির জন্য এটি প্রশংসিত। গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দৃঢ়তা, সততা ও প্রভাবশালী নেতৃত্ব নিয়ে এগিয়ে চলেছে।
বিডি-প্রতিদিন/সুজন