প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অনুষদটির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা ‘ধর্মহীন শিক্ষা, অসম্পূর্ণ শিক্ষা; নৈতিক প্রজন্ম গড়তে হলে, ধর্মীয় শিক্ষার বিকল্প নেই; ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও; ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি; প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে’সহ বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম শিক্ষা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আসছে।
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম শামীম বলেন, ‘ধর্মীয় শিক্ষক নিয়োগ কোনো ব্যক্তিগত দাবি নয় বরং সারাদেশের মানুষের দাবি। প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষা অবহেলিত হওয়ায় শিশুদের নৈতিক ও দেশপ্রেমিক চেতনা গড়ে উঠছে না, ফলে সমাজে দুর্নীতি বাড়ছে। দ্রুত আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’
বিডি প্রতিদিন/এএম