বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদে এ সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু মিয়া আকন্দ। তিনি অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত।
সম্প্রতি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ ইমতিয়াজ ও আনোয়ার হাবীব কাজল; যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল আমিন শিকদার সিহাব ও এসএম মহিউদ্দিন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহিদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান ফারাবী; অর্থ সম্পাদক মামুন-উল মতিন, সহ সাংগঠনিক সম্পাদক সাদিক হাসান পলাশ; দপ্তর ও প্রশিক্ষণ সম্পাদক নাহিদ হাসান।
সমিতির উপদেষ্টা পরিষদে রয়েছেন ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, স্যোসাল ইসলামি ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান টিপু, পুপরোয়ার সাবেক সভাপতি লুৎফর রহমান ও সদ্য বিদায়ী সভাপতি মনিরুল ইসলাম রিন্টু, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির জনসংযোগ বিভাগের পরিচালক বেলাল আহমেদ ও পুপরোয়ার সাবেক সহ-সভাপতি ড. হাসান সাইমুম ওয়াহাব ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুপরোয়া দৃঢ়ভাবে বিশ্বাস করে, উচ্চশিক্ষার অগ্রগতি, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি, কৌশলগত তথ্য ব্যবস্থাপনা ও সুনাম নির্মাণে জনসংযোগ পেশাজীবীদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। নতুন কমিটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ পেশার বিকাশ, পলিসি উন্নয়নসহ বিভিন্ন কাজে উদ্যোগী হবে।
বিডি-প্রতিদিন/এমই